ফেনী পৌরসভা ও রোটারী ইন্টারন্যাশনাল এর যৌথ পরিচালনায় অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান-
কমিশনার জয়নাল আবেদীন পৌর রোটারী ইন্টাঃ ফিজিওথেরাপি সেন্টার
নির্দিষ্ট বিষয় জানতে নির্দিষ্ট টপিক্স এর উপর ক্লিক করুন; অথবা পড়া চালিয়ে যান-
[ez-toc]
✓ স্থানঃ
লিবার্টি পৌর সুপার মার্কেট, ৩য় তলা, ফেনী পৌরসভা, ফেনী। যোগাযোগ- ০১৮৮৩২১১৯৮৮, ০১৭১৮৯৮১৩৪৪, ইমেইলঃ cjrpfeni@gmail.com
✓ আমাদের সেবা সমূহঃ
১। হাত-পা অবশ (প্যারালাইসিস)
২। স্ট্রোক
৩। কাঁধ ব্যথা
৪। হাঁটু ব্যাথা
৫। কোমর ব্যথা
৬। বাত ব্যথা
৭। আঘাত জনিত ব্যথা
৮। যে কোন জয়েন্ট ব্যথা
৯। জয়েন্ট শক্ত হওয়া
(ফেনী শহরের কোন্ হাসপাতালে কী কী ক্যাটাগরির ডাক্তার রয়েছে, আপনার রোগিকে রোগ অনুযায়ী কোন্ হাসপাতালে নিতে হবে, কোন্ হাসপাতালে রোগ অনুযায়ী আপনার ডাক্তার রয়েছে, তা জানতে -
এবং ওপেন হলে একটু নিচের দিকে নেমে পোস্টটি ভিউ করতে পারেন। ধন্যবাদ।)
১০। খেলাধুলা জনিত ইনজুরি ও ব্যথা
১১। এক্সিডেন্ট পরবর্তী সমস্যা
১২। অপারেশ পরবর্তী সমস্যা
১৩। পিঠ ব্যথা
১৪। ঘাড় ব্যথা
১৫। বাক জড়তা
১৬। শরীরের অঙ্গ সমূহের স্বাভাবিক সঞ্চালন করতে না পারা (নিউরো প্রভলেম)
১৭। হাতের কব্জিতে ব্যথা
১৮। কুনই ব্যথা
১৯। মুখ একদিকে বাঁকা হওয়া
২০। শারীরিক প্রতিবন্ধী (সিপি)
২১। মাংস পেশির দূর্বলতা
২২। মাংসপেশির টান
২৩। ফ্রোজেন শোল্ডার
২৪। পা ঝিন ঝিন করা
২৫। অটিজম
২৬। আথ্রাইটিস
২৭। সায়টিকা
২৮। জি. বি. এস
২৯। স্পাইনাল কড ইনজুরি
৩০। পারকিসন্স
৩১। পায়ের গোড়ালি ব্যথা
৩২। হিপ জয়েন্ট পেইন
৩৩। হাড় ক্ষয় জনিত রোগ
৩৪। পা বাঁকা (ক্লাবফিট)
৩৫। সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু)
৩৬। বার্ধক্যজনিত সমস্যা
৩৭। ডায়াবেটিস জনিত ব্যায়াম করা ও শরীরের যে কোন স্থানের ব্যাথা নিরসনে
(কমিশনার জয়নাল আবেদীন পৌর রোটারী ইন্টাঃ ফিজিওথেরাপি সেন্টার এ পোস্ট সম্পর্কে বা এ প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করতে অনুরোধ করছি)
আমাদের সেবা সমূহ গ্রহণ করার জন্য আপনাদেরকে সাদরে আমন্ত্রণ।
(কমিশনার জয়নাল আবেদীন পৌর রোটারী ইন্টাঃ ফিজিওথেরাপি সেন্টার এ পোস্টটি শেয়ার করা যেতে পারে)
শুদ্ধরুপে কোরআন তিলাওয়াত শিখতে চাইলে
শব্দার্থে আল কোরআন এ কিতাবটি পড়তে
এ পোস্টের ট্যাগ সমূহঃ #কমিশনার জয়নাল আবেদীন পৌর রোটারী ইন্টাঃ ফিজিওথেরাপি সেন্টার #Commissioner jaynal Abedin Paura Rotary Int. Physiotherapy Centre #Physiotherapy Centre #Physiotherapy Centre Fni #ফিজিওথেরাপি সেন্টার #ফিজিওথেরাপি সেন্টার ফেনী


0 Comments